Friday, 11 May 2012

A Theory of life

প্রশ্ন: কেমন আছেন? (কুশলবিনিময়ের ক্ষেত্রে)সংক্ষিপ্ত উত্তর: ভালো
বিস্তারিত উত্তর: আপনার আমার বেঁচে থাকার জন্য শরীর যেমন দরকারি, মনও তেমন দরকারি ভালো থাকতে হলে শরীর-মন দুটোই ভালো রাখতে হবে আমার মন ভালো আছে কি না সেটা বলতে পারবে মনোরোগ চিকিসক, শরীর ভালো আছে কি না সেটা বলতে পারবে ডাক্তার আমি যেহেতু দুটোর একটাও নই, অতএব আমার পক্ষে বলা সম্ভব না, আমি কেমন আছি তবু আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন, অতএব অনুমানেই বলে দিচ্ছি, ভালো আছি

No comments:

Post a Comment