Monday, 14 May 2012

সকালবেলা বেরিয়েছি
নিজের কাজের স্থানে
পথের পাসে ডাস্টবিনটা
মোর দৃষ্টি টেনে আনে
অদ্ধনগ্ন একটি শিশু
আপনমনে সেথায়
খুঁজছে কিছু হল মনে
বুঝলামনা কি-তা
ভালভাবে নজর দিয়ে
ঠাওর হল আমার
এঠো পাতায় তুলছে-সে
ছিস্ট কিছু খাবার,
একপাশেতে দুটো কুকুর
একই খাবার লোভে
পা দিয়ে টানছে পাতা
শিশুটির সম ভাবে
হায়রে দেশের ভবিষ্য
নিজ উদর ভরার তরে
সারমেয়র সাথে আজ
ছিস্ট ভাগ করে- ।।

খাদ্য নস্ট না-করে অভূক্তকে দিন -

No comments:

Post a Comment