Monday 14 May 2012

মুখে প্রস্রাব

আমি একবার আমার দুই বেয়াই-এর সাথে এক জায়গায় যাচ্ছিলাম পথের ধারে দক্ষিণমুখো হয়ে আমি ছোটো বাইরে ( প্রস্রাব ) করতে বসলে এক বেয়াই বলল, “আরে করেন কি, আপনি জানেন না, দিনের বেলা দক্ষিণমুখো হয়ে প্রস্রাব করতে নেই, শাস্ত্রে নিষেধ আছে যে!”
অপর বেয়াই বলল, “শুনেছি উত্তরমুখো হয়েও নাকি ওই কাজটি করতে নেই
আমার তো প্যান্ট ভেজে ভেজে অবস্থা আমিকোনরকমে একটু আড়াল দেখে দাড়িয়ে গেলাম ওজন কমিয়ে নিশ্চিন্তে বললাম, “ওসব পন্ডিতলোকদের বচন, আমি গাঁইয়া মুখ্যুসুখ্যু মানুষ, ওসব বাছবিছার আমি করি না, সব মুখেই ছোটো বইরে (প্রস্রাব) করি বড় বেয়াই যে মুখে বললেন সে মুখে করি আর ছোট বেয়াই যে মুখে বললেন সে মুখেও করি

No comments:

Post a Comment