Monday, 14 May 2012

বিড়াল

উচ্চ্য চৌয্য বিদ্যালয়ে আমি সবে ভত্তি হয়েছি ,ওস্তাদ চোর আমাকে হাতেকলমে শিক্ষা দিতে এক গৃহস্থবাড়িতে ঢুকেছে চুরি করতে
অনেক কায়দা করে ঘরে ঢুকে অন্ধকার কিছু একটার ধাক্কা লেগে শব্দ হল-ঠং
গৃহস্থ ঘুমের ঘোরে বলে উঠলেন-কে রে
?
ওস্তাদ চোর সঙ্গে সঙ্গে বিড়ালের গলা নকল করে ডেকে উঠল- ম্যাঁও
গৃহস্থ বিড়াল ভেবে আবার চোখ বুজলেন
এরপর আমার  হাতে লেগে কী একটা পড়ে ঝন ঝন শব্দ করে উঠল
গৃহস্থ আবার বললেন, কে রে? কে ওখানে
?আমি সঙ্গে সঙ্গে বুদ্ধি করে বলেদিলাম, স্যার, আমিও বিড়াল 

No comments:

Post a Comment