Saturday, 12 May 2012

দমদম সেনট্রাল জেল

প্রেয়সীকে তুষ্ট করতেই হোক, আর আহ্লাদে গদগদ হয়েই হোককত মিষ্টি নামেই না প্রেয়সীকে ডাকা হয়! মোবাইলফোনে তাইজান’, ‘সোনাইত্যাদি নামের বহর চোখে পড়ে কিন্তু বিয়ের পর?আর বলবেন না সেকথা ----উত্তরটা না হয় আমার বউএর থেকেই শুনুন--- ভুল করে ফেলে যাওয়া আমার মোবাইলফোন ঘাঁটাঘাঁটি করতে গিয়ে কনটাক্ট লিস্টে চোখ আটকে যায় আমার স্ত্রীর; নিজের নামের জায়গায় কুখ্যাত এক বন্দিশিবিরের নাম দেখে যারপরনাই আঁতকে ওঠেন তিনি পরে শরণাপন্ন হন আদালতের; দীর্ঘ ৩০ বছরের সংসারজীবনের ইতি টানতে চান তিনি কারণ আমি তাঁর নামের বদলে লিখে রেখেছিলামদমদম সেনট্রাল জেল

No comments:

Post a Comment