কদিন আমি মশার যন্ত্রনায় অস্থির, মশারী খাটিয়ে ও নিজেকে বাচাতে পারছিনা, কারন, যে কোনভাবে মশারীর ভিতর মশা ঢুকে পড়ছে। গতকাল আমি  একটা লেপ দিয়ে পুরো শরীরটা ঢেকে শুয়ে আছি  যাতে করে আর আমাকে মশা কামড়াতে না পারে । লেপের ভিতর হঠাত্ করে একটা (জোনাকি পোকা) আলোকে দেখে আমি  চিত্কার করে বউকে ডেকে বললাম– বাবারে! বাবা, মশা তো আমাকে টচ্ লাইট নিয়ে খুঁজতাছে গো !!!
 
No comments:
Post a Comment