Sunday, 22 July 2012

বিয়ের পরের দিনগুলো---------

দুই বন্ধু গল্প করছি আমি আর ডি-অদ্ভুত দা।

ডি-অদ্ভুতদা: বিয়ের পরের দিনগুলোছিল বড় সুখের।
আমি: কী রকম?
ডি-অদ্ভুত দা: অফিস থেকে বাড়ি ফিরতেই আমার ছোট কুকুরটা চেঁচামেচি
জুড়ে দিত আর তার পেছন-পেছন হাসিমুখে আসত আমার স্ত্রী। তার হাতে থাকত আমার চটি-জুতা।

আমি: আর আজকাল?
ডি-অদ্ভুত দা: আজকাল বাড়ি ফিরলে চটি-জুতো মুখে করে আনে কুকুরটা আর
পেছনে চেঁচাতে-চেঁচাতে আসে আমার স্ত্রী। 

No comments:

Post a Comment