Wednesday, 12 September 2012

লিপস্টিক না ফ্যাভিস্টিক--

বাড়িতে চিৎকার-চেঁচামেচি না দেখে ছোট ছেলেকে জিজ্ঞেস করলাম-,
 ‘কী রে, তোর মা কোথায়? আজ বাড়িতে তার চিৎকার শুনছি না যে!
ছোটছেলে হাসতে হাসতে আমাকে বলল,
 ‘মা আমার কাছে লিপস্টিক চেয়েছিলআমি লিপস্টিকের বদলে ফ্যাভিস্টিক (আঠা) দিয়েছি তো তাই আজ চেষ্টা করলেও তিনি আর কথা বলতে পারছে না

No comments:

Post a Comment