Sunday, 16 September 2012
Wednesday, 12 September 2012
মাতৃভাষা--
মাতৃভাষা বলা হয় কিন্তু পিতৃভাষা কেন বলা হয় না
জানেন?
জানেন?
কারণ পিতা কদাচিৎই কথা বলার সুযোগ পায়
লিপস্টিক না ফ্যাভিস্টিক--
বাড়িতে চিৎকার-চেঁচামেচি না দেখে ছোট ছেলেকে জিজ্ঞেস করলাম-,
‘কী রে, তোর মা কোথায়? আজ বাড়িতে তার চিৎকার শুনছি না যে!’
ছোটছেলে হাসতে হাসতে আমাকে বলল,
‘মা আমার কাছে লিপস্টিক চেয়েছিল। আমি লিপস্টিকের বদলে ফ্যাভিস্টিক (আঠা) দিয়েছি তো তাই আজ চেষ্টা করলেও তিনি আর কথা বলতে পারছে না।’
সিরিস কাগজ--
এক দোকানদার তার কর্মচারীকে বলছে, “কোন ক্রেতাকে ফিরিয়ে দিবি না।
যেমন কেউ ডেটল সাবান নিতে আসলে না থাকলে স্যাভলন সাবান ধরিয়ে দিবি” একথা বলে সে একটা কাজে গেল।
এরপর এক বয়স্ক ক্রেতা দোকানে এসে কর্মচারীকে বলল,
“বাবু, টয়লেট টিসু্ আছে।”
ছেলেটি বলল, “টয়লেট টিসু নাই। তবে সিরিস কাগজ আছে। আইজকা সেইটা দিয়া কাজ চালান। কাইলকা টিসু পেপার পাইবেন।”
ইনডাইরেক্ট-----
একটা মেয়েকে দেখে আমার খুব পছন্দ হলো। আমার মেয়েটির নাম জানতে ইচ্ছে হলো, কিন্তু সরাসরি বলতে পারছিলাম না।যদি ঐ হাইহিল মুখে মারে-
তখন আমি মেয়েটিকে প্রশ্ন করলাম: আচ্ছা, আপনি কি এমন কাউকে চিনেন যার নাম আর আপনার নাম একই।
মেয়েটি বলল: হ্যাঁ, চিনি।
আমি: কী নাম তার?
মেয়ে: (নামটি বলে দিল)
Tuesday, 11 September 2012
Saturday, 1 September 2012
স্ত্রীর হাতের রান্না
জেলার : তোমার শেষ ইচ্ছে কী?আসামি : আমার স্ত্রীর হাতের রান্না খেতে চাই।
জেলার : তাতে মৃত্যুর আগে তৃপ্তি পাবে তুমি?আসামি : না, তৃপ্তি পাব না। তবে ওর হাতের রান্না খেলেই
মরতে ইচ্ছে হবে আমার।
জেলার : তাতে মৃত্যুর আগে তৃপ্তি পাবে তুমি?আসামি : না, তৃপ্তি পাব না। তবে ওর হাতের রান্না খেলেই
মরতে ইচ্ছে হবে আমার।
আমার স্ত্রী
বিচারক : রাত বারটার সময় খিড়কি দরজা দিয়ে তুমি এই মহিলার বাড়িতে ঢুকেছিলে কেন?আসামি : ভেবেছিলাম, ওটা আমার নিজের বাড়ি।
বিচারক : বেশ, যদি তাই হয়, তা হলে এই মহিলাকে দেখে জানালা টপকে চৌবাচ্চার আড়ালে লুকাতে গেলে কেন?আসামি : ভেবেছিলাম, ইনি আমার স্ত্রী।
বিচারক : বেশ, যদি তাই হয়, তা হলে এই মহিলাকে দেখে জানালা টপকে চৌবাচ্চার আড়ালে লুকাতে গেলে কেন?আসামি : ভেবেছিলাম, ইনি আমার স্ত্রী।
Subscribe to:
Posts (Atom)