Wednesday, 18 July 2012

দুই আলোকচিত্রী -----

দুই আলোকচিত্রী বন্ধুর মধ্যে কথা হচ্ছে: --
১ম বন্ধু: তোমাকে একটা প্রশ্ন করি। 
২য় বন্ধু: করো। 
১ম বন্ধু: ধরো, তুমি একটা নদীর সামনে দিয়ে হেঁটে যাচ্ছ। হঠাত দেখলে একটা মেয়ে নদীতে হাবুডুবু খাচ্ছে আর ‘বাঁচাও বাঁচাও’ বলে চিতকার করছে। আশপাশে তুমি ছাড়া আর কেউ নেই। নদীর ঘাটে একটা নৌকা বাঁধা আছে। তুমি চাইলে মেয়েটাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়তে পারো, অথবা তোমার ক্যামেরায় এই চমতকার মুহূর্তটা ধারণ করতে পারো। 
২য় বন্ধু: আচ্ছা। 
১ম বন্ধু: প্রশ্নটা হলো, তুমি কোন লেন্স ব্যবহার করবে?

No comments:

Post a Comment