Thursday, 17 May 2012

বাড়িটা শক্ত করে ধরুন

আমি মাতাল রাতে বাড়ি ফিরে ঘরের তালা খোলার চেষ্টা করছিলাম। কিন্তু কিছুতেই চাবি তালার ভেতর ঢোকাতে পারছিলাম না। পাশের বাসার সুন্দরী বৌদি এগিয়ে এসে বললেন, ‘চাবিটা আমাকে দাও, আমি খুলে দিচ্ছি।’ 

আমি বললাম, ‘না না, আমিই পারব। আপনি বাড়িটা শুধু একটু শক্ত করে ধরুন।’

No comments:

Post a Comment