Tuesday, 19 June 2012

রাজনীতি

রাজনীতি আজ ব্যবসা এক 
পূঁজির দরকার নাই 
দরকার সুধু মামা কাকার 
পেতে টিকিট টাই 
বোকা বানায় মিথ্যা বলে 
সোনার পাথরবাটি 
ভোটটা গেলে পাঁচটি বছর 
চোষায় আমের আঠি 
আমরা গাধা তাইতো মরি 
পড়ে নেতার ফাঁদে 
লক্ষ স্বপ্ন দেখায় নেতারা 
প্রতি ভোটের আগে, 
ভাইকে লড়ায় ভায়ের সাথে 
রক্তে খেলে হোলি – 
মোদের ভোটে জিতেই নেতা 
ভরে নিজের ঝুলি,- 
সতর্ক হও চোকটি খোলো 
বাছাইকর তাদের 
যারা মানুষের জন্য খাটে 
জেতাও এবার ওদের-।।

No comments:

Post a Comment