Friday, 24 August 2012
সিংহ vs হাতি
চিতাকে দেখে তার দিকে এগিয়ে গেল সিংহ, জিজ্ঞেস করল: বনের রাজা কে? কে আবার! আপনি। বানরকে দেখে একই প্রশ্ন করল সিংহ: বনের রাজা কে? কে আবার! আপনি। বনের সব পশুকে এই প্রশ্ন জিজ্ঞেস করে সিংহ একই উত্তর পেল। বাকি ছিল শুধু হাতি। তার কাছে গিয়ে সে জানতে চাইল: বনের রাজা কে? কোনো উত্তর না দিয়ে হাতি সিংহকে শুঁড়ে পেঁচিয়ে তুলে আছড়ে ফেলল মাটির ওপরে। সিংহ সংবিৎ ফিরে পাওয়ার আগেই আবারও একই কাজ করল হাতি।
দৌড়ে একটু দূরে সরে গিয়ে সিংহ বলল, এত খ্যাপার কী আছে! উত্তর জানো না, তা বললেই পারতে!
Upset
আমiর বউ ---বাপের বাড়ি থেকে ফিরে এসে
ছেলেকে জিজ্ঞেস করল --- আমি যে কদিন ছিলাম না, তোর বাবার মন খুব খারাপ ছিল?
ছেলেকে জিজ্ঞেস করল --- আমি যে কদিন ছিলাম না, তোর বাবার মন খুব খারাপ ছিল?
ছেলে বল্ল্ —শুরুর দিকে
না, তবে তুমি ফিরে আসার দুই দিন আগে
থেকে তার খুব মন খারাপ ছিল।
না, তবে তুমি ফিরে আসার দুই দিন আগে
থেকে তার খুব মন খারাপ ছিল।
Tuesday, 21 August 2012
Friday, 3 August 2012
Subscribe to:
Posts (Atom)